করুণা নয় ! তোমার চোখের চাহনি
দেখে, বলে দিতে পারি অনেকখানি!
অক্ষরে অক্ষরে সাজানো চিঠিখানি,
অচেনা রাজ্যে! তুমিই স্বপ্নেরখনি।
একফোঁটা শিশির জমেছে চোখের কোনে
উদাসী আনমনে ডাকো কারণে অকারণে।
তবু চুপচাপ আলস্য রাতে,
চিঠিখানি লিখেছো, এই গেল শরতে।
লাল জমিনে গোটা গোটা অক্ষরে,
সবুজ পাড়ে। বিশেষ দ্রষ্টব্য ভরে।
লিখেছো, যেওনা ভুলে এ অভাগিরে!
হৃদয়-মন পড়ে আছে তোমার তরে।
দুপুরবেলা আয়নাতে দেখি,
রাতের আঁধারে শুধু তোমারই দেখি
আনমনে ছবি আঁকি।
চুপি চুপি স্বপ্নে ভাসি,
অচেনা রাজ্যে তুমি যেন উদাসী।
কোকিলের কুহু কুহু আর দোয়েলের শিস্
অন্তর জুড়ে বিশেষ দ্রষ্টব্যে ঢেলেছো প্রেমের বিষ!
হলুদ খামে লাল জমিনে সবুজ পাড়ে লেখা,
বিশেষ দ্রষ্টব্যে তোমার চির চেনা ছবি আঁকা।
(০৬ মার্চ ২০১১)