আঁধারে ডুবে আছে বৈভবে সারা গাঁ,
রিপুর পূজা আদিম নক্ষত্রে--
এলোমেলো গণনায় সভ্যতার মোশাহেব,
তবু দেখিনি কিছু!
অন্ধপূজারীর মতো অঞ্জলি দেয়।
নির্বাক মানুষেরা নিগূঢ় কথাবলে----
ক্ষমতার ঘ্রাণে ইতিহাস ভুলে।
বিশ্বাসে সংশয় তবু চাটুকর চলে কথার তেলে
অহেতুক মিথ্যা বলে, সত্য আড়াল করে
অবশেষে দাঁড়াতে হয় ইতিহাসের কাঠগড়ায়।
(অক্টোবর ২০১৬)