সবার আগে একটি কথা বলতে আমার হবে,
বীর বাঙালির ঘুমটা! ভাঙ্গবে আবার কবে?
মুক্তিকামি স্বাধীন দেশের রক্তিম ইতিহাস,
ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে, দেশটা হবে পরবাস।

যুদ্ধ জয়ের স্বাধীন দেশ বীর বাঙালির অবদান,
অর্থনৈতিক মুক্তি আনো, কর্মে আনো প্রাণ।
দিনে দিনে বাড়ছে মোদের বিপুল হারে জনগন,
শিক্ষা শেষে বেকার! এমন শিক্ষার কি প্রয়োজন?

এই দেশেতে মহাননেতা, জ্ঞানি-গুনি, বিজ্ঞজন,
দেশ দরদি ছিল তাঁরা আপন করেছে জনগণ।
বীর বাঙালি বীরের জাতি সাহসী এক জনপদ,
প্রশ্ন আমার এখানে, কেন দিবে দুর্নীতির অপবাদ?

দুর্নীতি, হত্যা, ধর্ষণ- এটাই কি তবে বীরের কাজ!
রুখে দাঁড়াও বীর বাঙালি। প্রতিবাদি হও আজ।
কর্মচারি আর রাজনীতিবিদ করছে কী আজ দেশে!
ঘুষের টাকা আর দুর্নীতি করে পকেট ভরে শেষে।

প্রশ্ন আমার এখানে, স্বাধীন দেশের একি হাল!
অর্থনৈতিক মুক্তি আনো , কোথায় সে বীরের দল?
দেশের কথা ভাবো সবাই, ঘুমটা ভাঙ্গো এবার;
আপন কাজের প্রতি সৎ হও, দেশটা যে সবার।

মনে রেখো বীর বাঙালি, তোমরা তো বীরের জাতি,
দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। তবেই পাবে সুখ্যাতি।
অপন কাজে গতি বাড়াও, বিশ্ব মাঝে ছড়াও জ্যোতি,
বীর বাঙালি বীরের জাতি, দূর করো সব ভয়-ভীতি।


                                                     (২৭ মার্চ ২০১০)