স্বপ্নে বিভোর দশমী চাঁদ হেমন্তের কুয়াশায়,
অনুভব বংশপরস্পরায় তবু উন্মাতল।
ভাটির টানে অমানিশা তবু জীবন জাগায়,
আকাঙ্খার শীতনিদ্রা আর রং বদলের স্বপ্ন ছল।
নেশার জ্বরে অনুভবে অলীক জলকেলি,
বিড়ির সুখটানে আচমকা দেখে কিংকর্তব্যবিমূঢ়!
জীবনের জলসা ঘরে নতুন ভূবন তুলি,
মাধুরীর ছন্দে বর্ণালীর উচ্ছ¡াসে জীবন রূঢ়।
বাঁকে বাঁকে কাঁপে ঝর্ণাধারা বিন্দু বৃত্তে
মধ্যকেন্দ্রে শেকল ভাঙ্গে দশমীর চাঁদ,
ফলবতী উদ্যান ভরা অনুকম্পে বৃত্তে ঘেরা
হিসাব নিকাশে বিন্দু থেকে বৃত্ত জীবনের বাঁধ।
স্বপ্ন ভেঙ্গে দশমীর চাঁদ ডুব দেয়,
বিন্দু বৃত্ত জীবন ক্লান্তির ঘানি টেনে টেনে।
অমানিশা ভর করে অস্থির ভাবনায়,
মায়া মরীচিকায় ডোবে বিন্দু বৃত্ত জীবনে।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেড়ে দেয়া জীবন
বৃত্তের কেন্দ্র বিন্দুর টানে আসে মরণ।
সময়ে সহসা রঙ বদলায় রঙিন যৌবনে,
যৌবন শেষে প্রৌঢ় জীবনে সুতার টানে ।
কেন্দ্রে ফিরে আসে সব কিছু ছেড়ে,
আত্মউপলব্ধি জাগে যখন মৃত্যু আসে নীড়ে।
(০৪ নভেম্বর ২০১২)