জ্বলন্ত গোলক থেকে বেরিয়েছে
পরাক্রান্ত বাঙালি,
সংগ্রামে সঙ্গী হয়ে স্বপ্নলক্ষীর মতো
একুশের মাতৃসড়ক ধরে;
সাত মার্চের দিক-নির্দেশনা থেকে
মাতৃচিহ্নের রক্তিম পথে।
নব যাত্রার অরুণ প্রভাতে
খুব দ্রুত মৃত্যুর করাল ছায়া থেকে,
পরাক্রান্ত বিত্তের দাস দূরে ঠেলে
জ্বলন্ত গোলক থেকে বেরিয়েছে।
বজ্র বিদ্যুতের মতো রগটিপে ধরে
হিং¯্র নখে ফালা ফালা করে!
বাঙালির স্বপ্ন
স্বাধীন পতাকা
রক্তের ছাপ স্রোত এ-মাটিতে!
বিজয়ের তৃষ্ণা মেটায়
ছয় দফার হাত ধরে
জ্বলন্ত গোলক থেকে বজ্রহুঙ্কারে ,
জেগে ওঠে বাঙালি জাতি।
ইমারাত ফেলে শিশির ঠেলে
ঝুলাকাঁধে পথিক সেজে মাঠে প্রান্তরে,
রক্ত কণিকায় স্বাধীন বাংলার স্বপ্ন আঁকে
বিজয় ছিনিয়ে আনে জ্বলন্ত গোলক হতে।
(০৭ জানুয়ারি ২০০৬)