আঁধার বিজনে বসে কাঁদে বনের পাখি,
কাঁদে বনলতা! নববধুর জল ভরা আঁখি।
বিজন মাঠে পথিক ফিরে ফিরে চায়,
মালা গেঁথে বসে রয় নিভৃত নিরালয়।
তরি বাঁধা সিনান ঘাটে, কুল বধু যায় সখা;
বনের পাখিরা কাঁদে, সহসা মাঝ পথে দেখা।
চলে যায় কলসি কাঁখে পিছে পিছে ফিরে,
বিজনে কাননে কাঁদে পাখি, বনফুল থাকে ঘিরে।
বলে মনে মনে সজনি, বিজনে আজও কাঁটে রজনি,
প্রেম শূন্য বনানি কাঁদে। চেয়ে দেখেছ কি সজনি!
                                                



  (২৬জুলাই২০০৯)