সবই জগতের লীলা
বড়ই বিচিত্র খেলা!
বোঝা বড় কঠিন।
প্রভাতে কি ঘটল !
আর এখন কি হলো!
ধন্য প্রকৃতির লীলা
ধন্য তোমার খেলা।
অর্থ বলে,বাহুবলে মুর্খের কত দাপট
অযথা করে শুধু গর্ব
মূর্খরা জ্ঞানি সাজে
বিজ্ঞজনেরা ভরসা পায় না কাজে।
জগতের লীলা
বড়ই বিচিত্র খেলা!
জগত সংসারের খেলা।
বোঝা বড় কঠিন তাই না,
এ প্রকৃতি কেউ কারো না।
স্বার্থের কাছে সবাই দাস
এরই মাঝে বসবাস,
অর্থের লোভে, স্বার্থ যায় চুরি
অর্থের পিছে তুমি আমি সবাই ঘুরি।
আমরা অর্থের কাঙ্গাল
অর্থই স্বার্থের মাঝে তোলে দেয়াল।
(১৬ জুলাই ২০০৯)