শ্রদ্ধা ভক্তি গুরুজনে
হিংস্রতায় গিয়েছে নির্বাসনে
ছাত্ররা আজ শিক্ষকের আসনে, শিক্ষক ভয়ে মরে।
সত্য-মিথ্যার গুজবে
বিবেকের মৃত্যু নিরবে
মিথ্যার আলিঙ্গনে সমাজ ডুবিছে অন্ধকারে।
হিংসা আর চাটুকারিতায়
বিবেক বর্জিত সমাজ আধুনিকতায়
গুরুজনের অপমান মানবতার মহাবিপর্যয়।
সমাজ মিথ্যা গুজবে সয়লব
জাতির মধ্যে নেই সদ্ভব
দিনে দিনে বাড়ছে প্রতিশোধের নেশা সর্বময়।