সবুজ পাতার ডালের ফাঁকে
দোয়ল শালিক ঘুঘু ডাকে
থোকায় থোকায় ফুলের পরে
প্রজাপতি মৌ সদাই ঘোরে।
রঙ বেরঙের ফুলের শোভায়
অপূর্ব রূপ মাধুরির আভায়
এ ডাল ও ডাল গাছ ঘুরে
হঠাৎ কোথায় যায় পালিয়ে।
সন্ধ্যা সকাল দুপুর রোদে
বউ কথা কও একলা কাঁদে
চোখ গেলো ঐ চৈত্র খরায়
কুটুম পাখি দুপুর বেলায়।
এই যে নদী সবুজ মাঠ
শাপলা বিলের কাজল ঘাট
জোনাকগুলো রাতের বেলায়
পথিক জনের পথ দেখায়।
কাঠবিড়ালী লেজ উচিয়ে
এ গাছ ও গাছ যায় লাফিয়ে
কচি পাতার সবুজ ডালে
কোকিলে মিষ্টি কণ্ঠ দোলে।
(রচনাকাল: ০২ এপ্রিল ২০১৯)