বিশ্বাস আজ অবিশ্বাসের ধোয়াশায় তন্দ্রাচ্ছন্ন,
যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
খেজুরের শক্ত আঁটির মতো নির্লজ্জ
ভাবে দাঁত কেলিয়ে হাসছে।
বিশ্বাস এখন যেন ফাঁকা বুলি,
মাকাল ফলের রূপ।
বিশ্বাসের জায়গা তাই গুজব আর
মিথ্যাচারের স্বরূপ।
আজ মানুষের বাহ্যিক আবরণ-আভরণ,
আচার-ব্যবহার আর রূপ সৌন্ধর্যে
অন্তরের কলুষতা দীনতা মাপা যায় না,
অনর্গল বলে বলে সত্য বানায় কার্জে।
সর্বত্রই প্রতারণা, ধোকাবাজি, ফাঁপাবুলি
বিশ্বাস-অবিশ্বাস মিথ্যাচারে পথচলি।
আন্তরিকতা পারস্পরিক মমত্ববোধ
ভ্রাতৃত্ববোধের বিশ্বাস শক্তির দাপটে উধাও,
সে জন্য সমাজ থেকে ক্রমন্বয়ে
বিশ্বাস শব্দটা উধাও!
সরলতা যেন মানুষের কাছে দূর্বলতা,
আজ আমরা সবাই স্বার্থান্ধ, লোভে মত্ত!
লাগামহীন জীবন যাপনে হচ্ছি সর্বশান্ত।
এখানেই বিশ্বাস আর অবিশ্বাসের অবস্থান,
অবিশ্বাস আর দুর্নীতি সমাজের রন্দ্রে রন্দ্রে
জালের মতো বিস্তার করে গ্রাস করছে বিশ্বাসকে।
তাই বিশ্বাসের আত্মবিশ্বাস আজ বড় প্রয়োজন,
শক্তি আর ক্ষমতার দাপটে বিশ্বাস উধাও!
মানবপ্রেমে সমাজ গঠনে সবাই বিশ্বাসী হও।
(০৭ আগস্ট ২০১৩)