পারস্পরিক বিশ্বাস আর সময়ের সাথে মিলে,
উন্নয়নের সাথে দৌড়ানো যায় দলে দলে।
বিশ্বাস আর আস্থা জীবনকে নিয়ে যায় কাছাকাছি,
সম্পর্ক সেতো বিশ্বাস। বিশ্বাসে আস্থা ছাড়া কি বাঁচি!
স্বপ্নের পরতে পরতে থাকতে হয় আত্মবিশ্বাস,
আস্থা আর অকৃত্রিম ভালোবাসা জন্মায় আত্মবিশ্বাস।
আমার বিশ্বাস ভাবনার গভীরে, সময় স্রোতে;
রঙিন চশমায় সব দেখো না, আটকে যাবে পথে।
(রচনাকাল: ০২ জানুয়ারি ২০২০)