গাঢ় কুয়াশার অশ্রুতে বিষণ্নতায় জীবন স্তব্ধ,
মৃত্যুর স্রোতে ত্রাস্ত। আজ সবাই তৃষ্ণা দগ্ধ!
মায়াময় বিকেলে ছুটে চলা মাতৃগর্ভের স্বাধীনতা,
বিশুদ্ধ বসতিতে বয়ে চলে কুমারীর মাধুবি লতা।
তমসাবৃত প্রলয় মেঘের আড়ালে অবছায়া ধায়,
শুকতারা জমিন ছুঁয়ে যায় রাত্রির অপেক্ষায়।
ছায়ার আড়ালে লুকানো সময় যেন ফুটন্ত লাভা,
রজনীর আঁধারে দৃশ্যের আড়ালে ছড়ায় না প্রভা।
ভোরের রোদ বিষণ্নতা মুছে রাতের কুয়াশা আয়নায়,
প্রমত্ত মেঘমালা উঁকি দেয় ক্লান্ত জীবনের ভাবনায়।
বেনামি ফুলের ফুটন্ত সুবাসে দেখি ক্লান্ত শরীর
লুকানো প্রমোদ তরিতে শবরাত্রি খোঁজে অশরীর।
(২০ অক্টোবর ২০১৫)