বিবর্ণ খেলাঘরে চলছে মিথ্যার বেশাতি,
স্বপ্ন ধরণীর ত্রিসীমানায়।
জ্বরা তপ্ত ধরা আজ তপ্ত ক্ষরায় কাঁপে।
  ধুঁ ধুঁ সীমাহীন আকশ প্রদীপে।
সোনালী ঝরনা সেতো লুপ্ত
ধরনী জ্বলছে বিষণ্ন আর স্তিমিত
নীলসীমানায় অরণ্যমতর কাঁন্না
বিপন্ন বাগান দ্যুতিহীন! নিশ্চুপ নতুন প্রজন্ম
কেবলই বিবর্ণ খেলাঘরে চলে মিথ্যার বেসাতি।
                         জীবন মৃত্যুর পারাপার
                         উদ্ভাসিত উল্লাসে মাতে,
                   তবু নবীনের ওপর দায়ভার।
দ্যুতিময় নতুন ইতিহাস বিবর্ণ খেলাঘরে
নব তরুণের মেধা নিয়ে চলে মিথ্যার বেসাতি।
বিশ্বশান্তির পথে, সেমিনার, মানবতা আর সম্প্রীতি,
বিবর্ণ খেলাঘরে চলে আমরণ
                          অনশন।
ক্লান্তি ভাঙাতে চলে উৎফুল­ উল্লাস সবার,
মিথ্যার বেড়াজালে জর্জিত বিবর্ণ খেলাঘর।