শহরের অলিতে গলিতে বিউটি পার্লার,
ব্যস্ত আজ নিত্য নব সাজে সাজাবার।
রূপের আভা,
তুলির আঁচড়ে ফুঁটিয়ে তোলে রূপের শোভা।
রূপ বৈচিত্র বাড়াতে বিউটি পার্লারের কারিগর,
প্রতিদিন প্রতিক্ষণে কাজ তার সাজাবার।
বধূরা আসে বারবার,
উপটান দিয়ে রূপ খোঁজে বিউটি পার্লার।
মুলতানি মাটি, গোলাপ জল আরও কত কি!
বিশ্বায়নে ল্যাপটপ হাতে তবু লোভনীয় হাসি।
কদর বেড়েছে বিউটি পার্লারের,
রূপের বাজারে প্রসাধনের ছড়াছড়ি মেকআপের।
ভ্রু-তোলা, চুল-কাটা চলে অপূর্ব কৌশলে,
মডেল হতে দিনে-রাতে ছোটে দলে দলে।
বিউটি পার্লরে,
আসল রূপ ফেলে ছুটে চলে মেকির বাজারে।
উপটান রূপটান করতে ছোটে বিউটি পার্লারে,
পার্টিতে অনুষ্ঠানের পূর্বে মেকআপ চলে সাজঘরে।
অভিনব সাজে সাজায় অপূর্ব লোভনীয় আভায়,
অপরূপ রূপের প্রভায়।
ড্রেসিং টেবিলে রূপটানের নব নব উপাদান,
রূপসী নারীর রূপের ঘ্রাণই প্রকৃতির প্রাণ।
(২৭ আগষ্ট ২০০৯)