আলো ঝলমল ঝিলিক রোদের সোনালী রূপের মাঠ,
মুগ্ধমনে হাতছানি দেয় গোধুলির ঐ রূপালী চিত্রপট।
যতই দেখি সবুজের কোলে জলের ছায়া মাঠের তেপান্তর,
মন ভরে যায় মিতালি করে আমের বোলে রোদ্র দুপুর।
প্রভাত রবির সোনালী আলো ঝলমলিয়ে হাসে,
শিশির বিন্দু ঠিক তখনই মিটমিটিয়ে মুক্তছড়ায় দূর্বাঘাসে।
ভোরের কুয়াশায় থেজুর গাছে সারিসারি রসের হাড়ি,
শীতের সকালে জলাশয়ে অতিথি পাখি উড়ে সারিসারি।
শৈত্য প্রবাহের হিমেল বাতাসে ঠাণ্ডা কাশিতে রোগে ভোগে,
পাতাঝরা অরণ্যে কচি পাতার আগমণ রূপের গুলবাগে।
রবি ফসলের হলুদ মাঠে সরিষা ফুলে মৌমাছি ছোটে,
বাংলার প্রকৃতি রূপের জ্যোতি ষড়ঋতুর অনুভূতি বাটে।
           (রচনাকাল: ০৯ ডিসেম্বর ২০১৯)