সত্ত্যি সুন্দর মনের সুন্দর
শারীরিক সৌন্ধর্য নয়,
শারীরিক সৌন্ধর্যের সাথে
মানষিক সৌন্ধর্য মিলে
প্রকৃত সৌন্ধর্য গড়ে তুলতে হয়।
মনকে বড় করো বিবেক বাড়াও
সুন্দরকে ভালোবাসো
মিথ্যা অহংকারকে নয়।
(০১ ফেব্রুয়ারি ২০১৭)