পণ্যের  বাজারে আমার সব দেনা বাড়ে
             চেনা - অচেনা পণ্যের ভীড়ে!
দাম বেড়েই চলে দিনে দিনে জিনিসের
দোষ সবই ঐ মালিক আর সিণ্ডিকেটের।
          দোকানে আছে অজস্র ভুরিভুরি
তবু দোকানদার বলে, সরবরাহ কম;
             তাই দাম বেশি ! একটু বেশি !
পণ্যের বাজারে থলে হাতে দুয়ারে
              বেচা কিংবা কেনার আশায়,
চাঁদাবাজ করে চাঁদা আদায়।
দোষেদোষি আমরা নিরীহ জনগন।
টাকা ওয়ালার অতিলোভের লোভে
পণ্যের বাজারে দাম বেড়েই চলে পণ্যের ভীড়ে!
অতিলোভের আশায়
      পণ্য থাকে মালিকের বাসায়,
কৌশলে কৃত্রিম সংকট তৈরি করে
       দাম বাড়িয়ে দেয় সমিতি করে।
তারপর চলে সেই দামে
     নিস্ন মধ্যবিত্তরা থলে হাতে ঘামে।
পণ্যের বাজারে সবই চলে,
সমিতির নামে নিত্য অভিনব কৌশলে।
মার্ক্য-লেলিন-মাও-চে সবাই গেছে চলে,
পণ্যের বাজার আজ মুনাফা লোভীর দখলে।
ভেবেছো কি! কেমনে চলে নিস্নবিত্তের সংসার?
     নীরাবতায় ক্ষুধা-রোগ দারিদ্রের হাহাকার!
দুধ-ভাত প্রত্যাশী শিশুরা
      খাদ্যের সন্ধানে শিশুশ্রমে তারা।
বুদ্ধিজীবি, সুশীল সমাজ শুধুই চিৎকার টকশোতে,
থামাও দ্রব্য মূল্যের পাগলা ঘোড়া।
নিস্ন মধ্যবিত্তরা কেঁদে কেঁদে ব্যাগ হাতে
             শূন্য হাতে বাড়ি ফেরে রাতে।
নৈঃশব্দের চাপা ক্ষোভ
মুনাফলোভী আর সরকারের উপর দোষারোপ
সব আশা শেষ হয় শেষে লুকানো হাহাকারে।
পণ্যের বাজারে পণ্যের ভীড়ে পুঁজি শেষ,
এখন চলে ধার দেনায়
           সংসার চলে না শুধু পিছুটান
ধনি-গরিবের মধ্যে বাড়ে শুধু ব্যবধান।



(০৪এপ্রিল ২০১০)