আহা! বাহারি বাসন্তি রঙের শাড়ি গায়ে জড়িয়ে;
পহেলা ফাল্গুন উৎসবে চলেছে উদ্ভিন্ন আমেজে।
বসন্তের বর্ণিল আয়োজনে,
শিমুল পলাশের লালিত স্বপনে
বসন্তের আগমনে।
যৌবনের গান গেয়ে পহেলা ফাল্গুন উৎযাপনে,
ব্যস্ত জনপদের বইমেলা আনন্দ আযোজনে।
প্রেমিক যুগলের ভালোবাসার চাহনি।
আনন্দে অত্মহারা আগে দেখেনি!
কম্পিত হৃদয়ের চাহনি।
রক্তগোলাপ হাতে চলে বসন্ত উৎসবে উদ্ভিন্ন আমেজে।
হাত ধরে পাশাপাশি গান গেয়ে যৌবনের ভাঁজে ভাঁজে।
কোকিলের কলরবে আম্র কাননে
সবুজ বসন্তে মৌমাছির গুঞ্জনে,
জীর্ণতা ছুড়ে ফেলে উদ্ভিন্ন আমেজে।
নব যৌবনের উৎযাপনে মানব প্রকৃতি পায় প্রাণ,
মিছিল শোভাযাত্রায় যৌবনের গান।
পুরাতন ভুলে, নতুনের হাতছানিতে
বাসন্তি রঙের শাড়ি পরে চলে ফাগুন মেলাতে।
রূপ যৌবনের ভাঁজে ভাঁজে,
উদ্ভিন্ন আমেজে।