নীরব নয়নে স্বপ্ন বোনে বসন্ত পূর্ণিমায়,
কল্পনার চোখে তারায় তারায়।
যৌবনের আঁধারে ডুব দেয়
অনন্ত আশায়
মিলন মোহনায়।
ব্যথাতুর চোখে নেমে আসে জল,
চেয়ে থাকে দু’জনে অপলক অবিরল।
নীপবনে বসে চোখ যে ছলছল,
নীল নয়নে স্বপ্ন আঁকে ধরাতলে অবিচল।
বসন্ত বরণের সবুজ আভায়,
স্বপ্ন বোনে বসন্ত পূর্ণিমায়।
ফুল আর ফুল কচিপাতার ফাঁকে,
কল্পনার স্বপ্ন বোনে দু’চোখে।
( ০৯ মার্চ ২০১২)