আঁখির পাতায় দিবানিশি জ্বলে,
হৃদয় ভরা যৌবনে;
ফুল বসন্তের মৌবনে উড়ে চলে
ভরিয়ে দিয়ে চুম্বনে।
মৌমাছির গুঞ্জন আর কোকিলের কলরব
মেতেছে ঐ কুঞ্জবনে,
ফুল-পাখি আর নব পল্লবে ভরা
প্রকৃতির এ নব যৌবনে।