বঙ্গ ( প্রথমাংশ)
এম. মাহবুব মুকুল
বঙ্গ ! হে মোর বঙ্গ !!
অপরূপ সাজে সাজিয়েছো তোমার অঙ্গ ।
কোথাও নেই ম্লান,
বঙ্গ ভূমিতে ছড়াও ঘ্রাণ।
হে বঙ্গ ! হে মোর সাথি !! দূরন্ত প্রাণ,
চারিদিকে মুখরিত পাখির গান।
মায়া আর মমতায়
তোমায় দেখি বাংলার দৃশ্য পর্দ্ ায়।
বঙ্গের আনাচে-কানাচে কত
ফোঁটে ফুল অজানা অচেনা শত শত।
হে বঙ্গ ! হে মোর রূপসী !!
তোমার প্রেমে মুগ্ধ কত শত প্রেয়সী ,
রূপে-গুনে ধন্য যে তুমি
তোমার ফুলের গন্ধে মুগ্ধ যে আমি।
গরিব-দুঃখীরা খোঁজে না তোমার রূপ
সৌন্দর্য্ পিপাসুরা বলে অপরূপ।
অনাহারির ঘর থেকে আসে হাহাকার
আর্ত্ নাদ শুধু খেয়ে বাঁচার।
হে বঙ্গ ! হে মোর প্রাণ !!
এতো আলো, বায়ু , তেজ দিয়ে জাগাইয়াছো প্রাণ।
তোমার বুকে ধরণী রোমাঞ্চিত,
এতো ব্যথা বুকে ! তবু অবিভূত ।
চাঁদের লুকানো অজানা রহস্য ঘ্রাণ,
সাগর-নদীতে জোয়ার–ভাটার টান।
হে বঙ্গ ! ঋতু ভেদে তুমি বিচিত্র,
নিশিদিন দোলাদুলি উৎসুক উন্মুখ সর্ব্ ত্র ।
ব্যথায় কাতর বুক,
রূপালী ইলিশে রসনায় ফিরে পায় সুখ ।
হে বঙ্গ ! হে মোর বঙ্গরাজ !! তোমার প্রেমে
তবু মুগ্ধ তোমার রূপ-রস- রঙ-ঢঙের প্রেমে।
মাটির মমতার টানে স্নায়ু শিরা,
সবুজ শ্যামলে বঙ্গমাতা ঘেরা ।
হে বঙ্গ ! তুমি কাঁদো বারে বারে,
বহিঃশত্রুর আক্রমণে, মানবতার আর্ত্ নাদে
হে বঙ্গ ! বঙ্গ মোর !!
কালবৈশাখী আর বন্যাজলে কাঁদাও বঙ্গোর।
হে বঙ্গ ! অশান্ত, অক্লান্ত এ নিখিলে
ক্ষুধাতুর কলঙ্ক তব কেন দিলে ?
তবুও নাই আক্রোশ
বৃথা ক্রন্দন, বৃথায় অবিনাশ।
এ বিশ্বের সুন্দর এ নভে,
বঙ্গভূমি শ্রেষ্ঠ সবে।