জেগে ওঠ্ তোরা!
জাতিকে ঐক্যবদ্ধ কর্,
বাঙালির চেতনায় দেশপ্রেমে
ভেদাভেদ দূর কর্।
তোরা নবীন, তোরা তরুণ,
জাতির নব কাণ্ডারি;
দূর কর্ তোরা, দেশ বিরোধী
ষড়যন্ত্রের বাহাদুরি।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়
যাও দৃপ্ত অঙ্গীকারে,
মা-মাটি-মানুষের সাথে
যেমন ছিল একাত্তরে।
জেগে ওঠ্! শহিদ মিনার,
স্মৃতিসৌধের ফুলেল শ্রদ্ধায়,
মহান বিজয় আর স্বাধীনতা
দিবসের শোভাযাত্রায়।
(১৮ জানুয়ারি ২০১৩)