ঘুম থেকে জেগে দেখি
কতো সে মধুর রূপ,
আমারই অঙ্গে, তারই সঙ্গে
দু’য়ে মিলে অপরূপ।
আকাশে বাতাসে হৃদয়ে হৃদয়ে,
বাংলা মায়ের রূপ দোলে অনুভবে।
দোয়েল শালিক আমের বোলে,
সবুজ শ্যামল সোনার বাংলার কোলে।
সবুজের বুকে সোনালী মাঠে
ঋতু বৈচিত্রে দোলে ভরা যৌবনে।
মিশে আছে বাংলা মায়ের অঙ্গে,
গোধুলির সোনালী ধুলোর সঙ্গে।
নদীর বাকে মেঠোপথে তারই আবেশে,
কর্ম কোলাহলের রূপের দেশে।
(২৫ নভেম্বর ২০১৩)