বাংলার সন্তান, বাংলার মানুষ
বাংলা আমার মা,
বাংলাকে আর গালি দিও না।
ধ্যান ধারণা সব বাংলায়
গভীর চিন্তা আর কথা বলি বাংলায় ।
সবাই বাংলাকে নিয়ে ভাবো
বাংলাদেশকে আপন করে নিতে শিখো!
বাংলায় লেখো, বাংলায় শেখো
বাংলা মাকে ভালোবাসো।
বাংলায় থেকে ইংরেজি শেখো
বাংলাকে গালি দিয়ে সন্তানকে বিদেশে পাঠাও !
দেশের ক্ষতি করে, মেধা পাচার করো
কেমন নেতা তুমি !
কেমন তোমার দেশ প্রেম !
তাই বাংলাকে আর গালি দিও না।
বাংলাকে ভালোবাসো, কথা নয় কাজে।
দেশের মঙ্গলের জন্য বই লেখো, পড়ো ।