একবিংশ শতাব্দীতে এক বিস্ময়ের নাম বাংলাদেশ
সম্ভাবনার আকাশে সাফল্যের পতাকা উড়ছে বেশ
উদিয়মান অর্থনীতির বাংলাদেশ।
নব ভাবনায়, নব চেতনায় পাল্টে যাচ্ছে বাংলাদেশ
আত্মকর্মসংস্থানে সুয়োগ সুবিধা খুঁজে পেয়েছে বেশ
তলাবিহীন ঝুড়ি থেকে উদিয়মান সম্ভাবনার দেশ।