হবে হবে জয়, নয় পরাজয়;
জাতিতে জাতিতে ভেদাভেদ
বাঙালি জনগণ, বৃথা কেন ক্রন্দন;
কাউকে করো না উচ্ছেদ।
তবু তবু জয়গান, মানবতার অবদান;
সম্মুখে এগিয়ে।
অতীদের কথা বাদে, ভবিষ্যৎ মতে;
বর্তমানকে জাগিয়ে।
চলতে হবে সম্মুখে, পশ্চাতকে রুখে;
নিজের যোগ্যতা বুঝে,
বাঙালি জাতি, কেন এতো মিনতি;
যোগ্য হও আজ কাজে।
কঠোর শ্রম দিয়ে, দাঁড়াবার স্থান নিয়ে;
দাঁড়াতে হবে ধরণীর বুকে,
কষ্ট না করলে, কেষ্ট কিভাবে মিলবে;
যোগ্য না হলে, মরবে ধুকে ধুকে।
হিংসা-ঈর্ষা ভুলে, এগুতে হবে সকলে মিলে;
তবেই হবো জাতিতে মহান,
অতিরিক্ত হাসি-ঠাট্টা, করো না ব্যবহার কাঠ খোট্টা;
আত্নীয় প্রতিবেশীদের করবে সম্মান।
তবেই হবে বাঙালির জয়, কোথাও র’বে না ভয়;
ধরণীতে বাঙালির জয়।
শুনতে হবে অন্যের কথা, যতই লাগুক ব্যথা;
খুঁজতে হবে নিজের আশ্রয়।
শ্রম ব্যতীত কিছু নাই, যতই বলুক সে ভাই;
মানব প্রেম, শ্রমই জীবন।
তোষামোদ করো না, তোষামোদী হয়ো না;
তবেই হবে সুনাম অর্জন।
যতই হোক সে ভূস্বামী, কাজ কর্ম করলে তুমি;
ধরণীর বুকে জয়ী হবে তুমি।
বাঙালি শিক্ষায় পিছিয়ে, আজ বিশ্বে সবার নিচে;
জ্ঞান-বিজ্ঞানে হতে হবে অগ্রগামী।
শিক্ষা-দীক্ষায় যারা ধন্য, বিশ্বে তারা অনন্য;
জাতিতে তারা গর্বিত মহান,
মানবতার জয়গান, মুক্তিযুদ্ধ বাঙালির অবদান;
বাঙালির প্রতি আহবান।
এক হও বাঙালি, একতা, জাতি গঠনে সততা;
লাল-সবুজের পতাকার নিচে।
কাজ করো একসাথে, আত্নঅহংকার ভুলে;
তবেই আমাদের পতাকা থাকবে উঁচুতে।