জোয়ারে ভেঙ্গেছে দুয়ার
বনবাতাসির নোনাজলে,
ভাটির টানে নদীর বাঁকে
বনবাতাসির দীঘল জলে।
ভেসে ভেসে চলে
আকর্ষৎ ধুলিঝড়ে,
আর্তনাদে লটিয়ে পড়ে
পথ-পাথালির বিধ্বস্ত চরে।
বনবাতাসির পত্রশূন্য চিরহরিৎ বনে,
মেীয়ালীর পিছে ছোটে অভয় অরণ্যে।
কপোতাক্ষ নদের নকশী মাঠে
বিশ্বক্যাম্পাসের অন্তর্হিত সুরাপাত্রে।
মাধুরী মেশানো গীতসুধা সুরে
থমকে দাঁড়ায় জীবন জোয়ারে,
বনবাতাসির নবধারা জলে
শীতের ছোঁয়ায় দু’জনে মিলে,
বসুমতি নবযৌবনের সাজে
বনবাতাসি মরে লাজে।
(২৪ নভেম্বর ২০১৬)