যাব আমি বহুদূরে ক্ষণিক সুখের আশায়
দীর্ঘ দাবানল পেরিয়ে থাকব বসে তারই অপেক্ষায়,
হয় যদি দেখা, তার সাথে
কোন এক অজানা প্রভাতে।
শূন্যতার রাহুগ্রাসে বলব সব কথা,
শুনব অব্যক্ত বেদনার শঙ্কিত সত্তার ব্যথা!
যাব আমি বহু দূরে, তার খোঁজে বহুদূরে;
বিশ্বব্্রহ্মাণ্ড ঘুরে ঘুরে।
অনিন্দ্য সুন্দর ঐ মুখশ্রীর আশায়,
বসে থাকি অজানা অপরাধে তারই ভরসায়
দীর্ঘ প্রতীক্ষায়।
যদি দেখা পাই কোন শিউলি বকুল বেলায়।
বলব সব কথা তার সাথে
আগুন লাগা শিমুল বসন্ত প্রভাতে।
যাব আমি বহুদূরে তার খোঁজে বহুদূরে!
আপন আলয় ছেড়ে মেঠোপথ ধরে,
অব্যক্ত বেদনা নিয়ে
সে যদি ডাকে মোরে সন্ধ্যা গোধুলি বেলাতে
ফিরে যাব তার সাথে
একটু সুখের সন্ধানে আপন ভূবনে
বহুদূরে ঘুরে বেড়াই তারই সন্ধানে।
স্মৃতির বাঁকে বাঁকে
মানসচিত্রে তার ছবি এঁকে এঁকে।