হৃদয় বিদীর্ণ করে একটি বেদনা বারবার,
দুঃস্বপ্ন আসে প্লাবিত চোখে যেন হাহাকার।
বিপন্ন চেতনা অনুভূতির করুণ আর্তিতে,
অজস্র স্বপ্ন কেঁদে ওঠে গভীর রাত্রিতে।
বিচ্ছিন্নতা ভর করে বোধের গাঢ় অন্ধকারে,
বেদনায় অস্থির বুকের ভেতর একাকী ঘরে।
চির চেনা তবু অচেনা সাগরের সিক্ত ঘ্রাণে,
স্মৃতি জাগায় আপন বেদনার মধ্যখানে।
লালিত বিশ্বাস জাপটে ধরে নির্বাপিত জীবনে,
হৃদয় বিদীর্ণ করে বেদনা, সমার্পিত ভূবনে।