আঙ্গিনার মাঝে কী যেন খোঁজে!
আমার বধুয়া ভিজে;
মেঘের ঘনঘটা অজস্র বৃষ্টির ফোঁটা
ঘোর রজনী মাঝে।
সরোবর সারা বধুয়া আমার দিশেহারা,
ভিজে ভিজে হলো সারা,
ঘোর রজনী পথ চেয়ে সজনী
চোখেতে শ্রাবণ ধারা।
কেঁপে ওঠে হৃদয় প্রাণ যায় যায়
আমায় খুঁজে খুঁজে,
বৃষ্টির মাঝে সে কথা কানে বাজে
উৎসুক মন খোঁজে আর খোঁজে।
দু’চোখে বৃষ্টি বিরমহীন দৃষ্টি
পাওয়ার ব্যাকুল নেশায়,
তমসা নদীর তীরে আমাকে ঘিরে ঘিরে
অজানা স্বপ্ন পাওয়ার আশায়।
আঁধারে পড়েছে ঢাকা বিরহী হৃদয় ফাঁকা
বৃষ্টি মেঘের আনাগোনা,
জাগে শিহরণ উদাসী এ মন
উতলা মন অজানা।
শূন্য মন্দির ঘোর একাকী সে দাঁড়িয়ে ভোর
বিরহ বর্ষায় ভিজে খোলে দোর,
ভারাক্রান্ত ভাবনা হৃদয় আয়না
ভেবে ভেবে নিশি হয় ভোর।