খেজুর বনে তালসারি আলে
বাবলা গাছে কাঠবিড়ালী দোলে,
প্রভাত বেলার নরম বাতাস
কৃষকের পায়ে শিশিরে দূর্বা জড়ায়।
শরতের আগমণ পুলিকত মন
শরতে গোধুলীর ছবি মধুর মিলন,
শরত আকাশে পূর্ণিমা চাঁদ হাসে
খণ্ড মেঘে সোনালী রূপ ভাসে।
প্রভাতে শিউলি বকুলের সুবাস আসে
আপরূপ শোভাতে প্রকৃতি হাসে,
আশ্বিন মাসে কাশফুল উড়ে
নরম ছোঁয়া বাংলার বুক জুড়ে।