দূর্বঘাসে রোদ হাসে
আকাশ জুড়ে মেঘ ভাসে,
শরৎ হলো ঋতুর রাণী
প্রকৃতি কে দেয় হাতছানি।
মন ভোলানো রূপের বাস
শুভ্র মেঘের নীল আকাশ,
এক পশলা বৃষ্টি শেষে
নরম রোদের ছোঁয়া হাসে।
মাঠে মাঠে বালুচরে
কাশফুল এলোমেলো দোলে।
নতুন সাজে সাজিয়ে তোলে
মুখ উচিয়ে শাপলা দোলে,
সবুজের মাঠ চিরে শান্ত নদী
যৌবনে টলমল শরৎ প্রকৃতি।