কুসুম কাননে আনমনে গুচ্ছ মেঘ ভেসে ভেসে,
বর্ষা শেষে শরতের আগমনে বাংলার প্রকৃতি হাসে।
শতদল দোলে স্থিরজলে হৃদয় মাতে শরতের ছবি,
মৃদমন্দ বাতাসে ছোট ছোট ঢেউয়ে দোল খায় ছবি।
সবুজ পাতায় শিশির ছোঁয়ায় শরত যে মায়াময়,
শিউলি টগর বেলি ফুলে জোটে অলি প্রভাত বেলায়।