শিশির সিক্ত প্রভাতের আঙিনা শরতের ছবি,
কচি ধান পাট ক্ষেতে গুচ্ছ মেঘের মাঝে সোনা রবি।
সোনারোদে কাশফুল দোলে বাঁশিতে আগমণী গান,
তালপাকা গরমে ঝিরঝিরে বৃষ্টিতে সবুজের প্রাণ।
ফুলবনে অলির গুঞ্জনে শরতের আগমণ মধুর মিলন,
সাদামেঘ ভেসে ভেসে প্রকৃতির বুকে মায়াবী প্রলোভন।