কুয়াশা ভেজা হেমন্তর ভোর,
শিশির ছুঁয়ে যাওয়া সোনালী ধানের আসর।
বাংলা সেজেছে বাঙালির উদভিন্ন রূপে,
প্রাণের উচ্ছ্বাস-উৎসবের বহুরূপে।
সোনালী ধানের বর্ণিল রঙের ছটা ,
মাঠে মাঠে আর ধানে ভরা উঠানটা।
ভোরের রোদ্দুরে ঝলমল মাঠ
কৃষাণীর মুখে হাসি নবান্নের উৎসব।
শিশির কাদায় সিক্ত কৃষকের পা
আবহমান চিত্র গ্রাম-বাংলায় উৎসব।
অগ্রহায়ণে নতুন চালের মৌ মৌ গন্ধে ভাসে
ছোট শিশুদের নিয়ে উৎসবে মাতে পায়েসে।
ক্ষেত থেকে ধান ঘরে উঠানো শেষে
বিকেলের উৎসব রাত অবধি বাঙালির আবেশে।
বাঙালির গ্রামীন ঐতিহ্যের উৎসবে মাতে,
আবাল বৃদ্ধ বনিতা সবাই এক সাথে।
রাখালি একতারা দোতারা গাজিরগান ভাব
বাঙালির চির ঐতিহ্যে অগ্রহায়ণে নবান্নের উৎসব।
(১৬ নভেম্বর ২০১২)