ওরা তন্ন তন্ন করে খোঁজে
নিজেকে খোঁজে,
নিজের মধ্যে অথবা
গ্রাম-শহর প্রান্তরে কিংবা
অন্য কোথাও!
ওরা টুকরো টুকরো করে ছেড়ে
সবকিছু,
আত্মিক বন্ধন কিংবা সবকিছু।
তারপর একাকী দাঁড়িয়ে বলে
সবই ভাগ্যের দোষ। অথচ
দায়ী সে নিজেই !
ওরা ক্ষুধা, তৃষ্ণায় কাতর
কিন্তু সবই আছে,
কষ্টের জন্য খাবেনা।
এখানেও অতৃপ্তি।
কি যেন সুপ্ত বাসনা
নিত্য কামনা।
শুধু পাপ-পূণ্য গ্রাস করে
নিতান্তই জাগতিক,
অবিনশ্বর প্রেমে
শরীর মন এক হয়ে যায়
তবুও নিজেকে লুকায়
অথবা অন্য কোথাও
খুঁজে বেড়ায়।