আটকে পেড়েছি আমরা রাজনৈতিক গোলক ধাঁধায়,
সীমাহীন জটিলতার আবর্তে;
দেশ-জাতি আজ অসহায়!
সংবিধানের দোহায় দিয়ে স্বীয় স্বার্থ হাসিলে
ব্যস্ত নেতা-নেত্রী,
জটিলতার আবর্তে ঘুরছে বাংলার মানচিত্র।
বিপন্ন আজ বাংলার জনগণ!
সংস্কার সেতো শর্তের জটিলতায় বিদ্ধ!
ভুল বোঝাবুঝি আর মতাদর্শের ভিন্নতায়,
আমরা আটকে পড়েছি রাজনৈতিক গোলক ধাঁধায়।
একগুঁয়েমির কারণে মানবতা প্রশ্নবিদ্ধ!
সাংবিধানিক বড় সংকট;
তর্কের খাতিরে স্বীয় মতাদর্শ মস্তবড় সত্য,
জাতির মানচিত্রে অশুভ ছায়াপাত।
মানুষের জন্য সংবিধান,
সংবিধানের জন্য মানুষ নয়।
জাতির স্বার্থে সংবিধান সংশোধন আশুপ্রয়োজন?
দেশ-জাতি আর মাতৃভূমির রক্ষার্থে;
আটকে পড়েছি জাতি রাজনৈতিক গোলক ধাঁধায়,
সীমাহীন জটিলতায়।
রচনাকাল::: ০৩ ডিসেম্বর ২০০৬