মৃদুমন্দ ঢেউয়ের দোলায় দিনযাপন
থমকে দাঁড়াই শেষাব্দি!
দীর্ঘসূত্রী এই যাত্রাপথে।
ধুলো-বালি জমে পড়ে থাকা কাজে,
ডানা ঝাপটায় সড়ক দ্বীপের আবছায়া
শেষাব্দি শূন্যে টানে অপরাহ্নের ছায়া।
মুখ থুবড়ে পড়ে প্রতিটি মুখ
পানশালায় অবরোধ চলে দিনযাপনে,
তৃষ্ণার্ত চাতক অনুভবে জল খোঁজে
স্বপ্নদৃশ্য গন্তব্যের ঠিকানা শেষাব্দি।
অনন্ত রাস্তায় আলো-ছায়া তারই ক্যনভাসে,
রৌদ্রদীপ্ত সৌরতাপ আলোর ক্যাম্পাসে।
রোমাষ্ণিত যৌবন প্রাণবন্ত যাত্রায়,
ডানা ঝাড়ে দূর পথে জীবনের চেতনায়।
(২৮ জুন ২০১৩)