অষ্টপ্রহর কাঁপে ত্রাসে বীভৎস হাহাকারে
নতুন বার্তা কেবলি পিষ্ঠ ক্রুদ্ধতা!
বহুবর্ণিল মেঘের শেষ রাত্রির হাওয়া
বিদ্যুৎময়ী রাত্রির প্রেম নিত্যভঙ্গিতে।
তবু অন্তর বিদ্বেষে ধ্বনি ওঠে
আতঙ্কে!
নির্জতার মেঘে, একাকী মাতম শোকে
মেঘলা নীল শাড়ির স্তব্ধতায়
অষ্টপ্রহর কাঁপে সেই আতঙ্কে!
তৃষ্ণামগ্ন ভ্রান্ত বিহবলতায় কাঁপে,
বিমূঢ় চাষার দেশে
নির্বোধ শাসকের দেশে।
ডামাডোল, শেষ রাতের নীরব ঘাতক
সুরের কল্লোলে বীরদর্পে চলে নির্জনতায়।
অষ্টপ্রহর কাঁপিয়ে আপন গন্তব্যে
অনিন্দ্য্য প্রতিমা পড়ে থাকে রক্তিম ভঙ্গিমায়।
শোকে মাতম কি অদৃষ্ট আমাদের,
তারপর রাষ্ট্রীয় বাণী শোভাযাত্রা
অষ্টপ্রহর কাঁপিয়ে গগন বিদারী আওয়াজ
দোয়া আর মুগ্ধমন্ত্র সুরে সুরে শেষযাত্রা।