ইতিহাসের পেট চিরে ছুটে আসে অভিমানী দিনকাল
মহুয়ার টানে বারবার ফিরে আসে অসময়ের সকাল।
দুর্নাম থাকে এপ্রান্ত ওপ্রান্ত।
                 অবিরাম লুটোপুটি সময় পড়ন্ত,
ইতিহাসের পেট চিরে বিদ্রোহের দ্বারে।
           দ্রুত চলে সময়, প্রতিবিম্ব যায় সরে
কখনো ছুটে আসে ঘন ঘন অসময়।
                  ক্রমাগত স্মৃতি আঁধারে দৌড়ায়
কল্পরেখা নীরব ট্রাজেডিতে কাঁদায়।
     ইতিহাসের পেট চিরে নতুন ইতিহাস জন্মায়,
মানব ইতিহাসের দুরাতিক্রম্য পথ অসময়।
অভিমানী সময় আসে অসময়ের সাথে
             ইতিহাসের পেট চিরে দাঁড়ায় প্রভাতে!




(১৯ জুন ২০১০)