নতুন প্রভাতে সোনালী আলোয়
স্বপ্নের হাতছানি দিয়ে পথ দেখায়।
লক্ষ্যচ্যুত হই না যেন যাত্রাপথে,
আমার গন্তব্য ঐ দশদিগন্তের আলোর পথে।
নীরব পাহাড় থেকে ঝরে পড়া পানিতে,
আলো জাগাই ঐ সাজানো বাগানের আঙ্গিনাতে।
মায়াভরা তীর্থপথে
নব চেতনার সাথে,
দূর আকাশে ভোরের শুকতারাতে
ছুটে চলি মুক্ত বিহঙ্গের সোনালী প্রভাতে।
স্বস্তিতে শান্তিতে জীবন ভরিয়ে তুলি আলোয়,
আশার আলোয় নব নবীনের জেগে ওঠা বিশ্ব সভায়।
আগামীর পথচলা, মহামনীষিদের পথের স্মরণে,
নব রূপে, নব উদ্দ্যোমে, মানব কল্যাণে।