মুক্তি চাই, সাম্প্রদায়িকতা অপরাজনীতির।
আনন্দ উল্লাসে এই শুভলগ্নে,
আশায় বুক বাঁধি নতুন দিনের সোনালী প্রভাতে।
সমৃদ্ধি আর সোনালীর পথে
জেগে ইঠি সবাই এক সাথে,
শান্তির আলো উন্মোচিত হোক নতুন আশায়,
শান্তি সম্প্রীতি সৌহদ্যের ভালোবাসায়।
নবীনের জয়যাত্রা প্রভাতের ভাবনা,
নব নব চেতনা।