নতুনের মনে
               নবীনের ধ্যানে,
পুরাতন ঠেলে উৎফুল্ল মনে।
                 নতুন দিনের আশা
জেগে উঠার কর্মোদ্দীপনা,
            নতুন চিন্তা আমাদের ভাবনা।
পুরাতন ব্যর্থতা গ্লাণি ঝেড়ে ফেলা,
বীর কদমে অসম্ভবকে সম্ভব করে তোলা।
ভুলে যাই হিংসা বিদ্বেষ হানাহনি ষড়যন্ত্র,
স্বদেশ প্রেমই যেন হয় আমাদের মূলমন্ত্র।
এসো সকলে অসহায় মানুষের দুঃখ ঘুচাই,
সত্য সুন্দর আলোয় জেগে উঠি সবাই।