সুখের আশা নতুনের ভাবনা
                       নব উদ্দীপনা,
আলোয় আলোকিত
                প্রভাতের সূর্যোদয়
অমিত সম্ভাবনা নবীন
              প্রজন্মের মণিকোঠায়।
নতুন দিনের সূচনা
             নতুন প্রভাতে পথচলা।
অতীতের হতাশা মুছে
   ভবিষ্যতের সম্ভাবনা রূপায়নে
আগমণি বার্তা আনে
                প্রাণ চাঞ্চল্য মনে।