মারতে হলে আমাকেই মারো
ওদোর মেরো না!
ওরা তো ছিন্নমূল অসহায়!
ওদের অর্থকষ্টে, অনাহারে দিন যায়!
বাসস্থান কোথায় পাবে!
পড়ে থাকে আস্তাকুড়ে
ডাষ্টবিনে ওরা ঘোরে
সারাদিন জুড়ে।
শেয়াল কুকুরের সাথে
দিন যায় পথে পথে,
ওদের আর মেরো না
ওরা অসহায়!
ফুটপাতে খায়।
ওরা পায় না পূঁজা
কাঁদে নিরজনে অভিমানে।
নেই ঘর ছায়াগৃহ আঙ্গিনা
ওরা অসহায়! ওদের আর মেরো না।
ওরা তোমার আমার মতো
বাঙালি একজন।
ওদেরকে ভাবো আপন,
কেন ওদের দেখ ভিন্ন চোখে?
ওরাও মানুষের মতো বঁচার স্বপ্ন আঁকে।
(১৪জুন ২০০৯)