ধূসর ধুলোয় ঝরে পড়া পাতার ডালে,
জেগে ওঠে আষাঢ় বৃষ্টির মেঘের স্পর্শে ।
দ্বৈবযোগে আসে দ্বৈববাণী নিয়ে,
সুনীল আকাশে কালো মেঘ আসে ধেয়ে।
আন্দোলিত করে মন দূর অজানায়
ধুয়েমুছে দেয় গ্লানি ; তবু সে কাঁদায়।

        
                   আষাঢ় এলো ঐ বজ্রমেঘের বজ্রপাতে,
                  নিষ্ঠুর আচরণে। সবকিছু ভাসিয়ে ধরাপাতে
                   হাহাকার। ধুঁ ধুঁ মাঠ  পানি থৈথৈ চারিদিক,
                        সারাক্ষণ চিৎকার কলরব করে ভেক।
                      আষাঢ়ের গুঞ্জন আসমান ব্যাপিয়া দেখ ঐ
                        কালো মেঘ তবু রোদ; রঙধনুর রঙ ঐ।