আষাঢ়ের ঢলে ভরা নদী টলটলে যৌবন,
ঊর্মি দোলায় ভেঙ্গে পড়ে গ্রাম শহর বন।
ঝিকমিক চিকচিক চারদিক জলাধার থৈথৈ,
শীতল বায়ুর ঘূর্ণিপাকে মেঘে মেঘে বর্ষা এলো ঐ।
বিরহ বেদনায় কামুক তৃষ্ণার ঝড় ওঠে মর্মলোকে,
মেঘের গর্জনে জনমনে ভয়াল আঁধার অন্তর্লোকে।
বিরহ বেদনায় মধ্যরাতে নির্জনতায় রমণীর দৃষ্টি,
আষাঢ়ের বাদল ধারা ভয়াল স্তব্ধ! এ কি অনাসৃষ্টি।
মেঘের গর্জন স্তব্ধ নিরবতা প্রেয়সী বর্ষা বিরহে,
বৃষ্টি বন্ধনায় ‘কালিদাস’ তাঁর ‘মেঘদূত’ বিরহে।
বৃষ্টি নূপুর ছন্দ তোলে আষাঢ় মেঘের বন্ধনায়,
আষাঢ় এলো ঐ জেগেছে সৃষ্টি সুখের মুখরতায়।