আষাঢ় এলো ঐ ডম্বরু বাজিয়ে,
ঈশানকুঞ্জে মেঘবাষ্প সাজিয়ে।
চৌদিকে ঘন ঘন গুরু গুরু ধবণি,
আকাশে বাতাসে মেঘ কুমারীর কাঁদুনী।
প্রলয়ঙ্কর সাজে আষাঢ়ের আগমণী,
ধুলার বুকেতে কাদার হাতছানি।
আষাঢ় এলো ঐ সপ্ত আকাশ কাঁপিয়া,
ঝরঝর করে ঝরে দিনরাত ধরিয়া।
জেগে ওঠে ধরার বুকেতে শতদল,
গুল্ম লতায় সবুজ শ্যামলে ধরাতল।
বাজে ঢোল বর্ষার যেন এক নবযাত্রা,
উদ্ভিদ-প্রাণি জগতে আনে নতুন মাত্রা।