আশায় বুক বেঁধে ছিলাম সেই থেকে
সব ঠিক হয়ে যাবে ভেবে
সবাই সবার কথা বুঝবে।
রূপ রহস্যের এই দুঃখভরা বুকে।
হাঁটি হাঁটি করে চলেছি দীর্ঘ পথ
বিশ্ব বিচিত্র এ সংসারে!
কখনও চলে ঠিকঠাক
কথা আর কাজে থাকে বিস্তর ফাঁক।
দ্বিধাগ্রস্থ খানিকটা নিরুত্তাপ;
কি আশ্চার্য ব্যবহারে করল কুপোকাত!
সবই সম্ভব। পরকে পর ভাবা,
নিজের যুক্তিতে অটল থাকা;
হোক সে মিথ্যার বুলি কিংবা ফাঁপা-ফাঁকা!
তবুও চলেছি দীর্ঘ কণ্ঠকাকীর্ণ পথে,
আশায় বুক বেঁধে ছিলাম জীবন সংসারে;
যখন বুঝবে ততক্ষণে হয়ত যাব দূরে!
শাপদসংকুল এ বিশ্বজগত সংসারে।
আকাশে মেঘের ঘনঘটা, কুয়াশায় ভরা ভোর;
এখনও কাটেনি রূপরহস্যের ঘোর।
শুধুই দূর্নাম নিয়ে ঘাটাঘাটি
চরিত্র কলঙ্কিত করতে লাঠালাঠি।
মৃদু গুঞ্জন! কি অপূর্ব মুখ গম্ভীর চাওয়াচায়ি
সব কিছুর জন্য আমি কি দায়ী!
হায়রে বিচিত্র মানুষের মন!
বেদনার মর্মমূলে সিডরের তাণ্ডব
অদ্ভুত অপূর্ব আমাদের স্বভাব।
আলাপ চারিতা ব্যবহারে,
কেউ কি পরকে আপন করে!
ভেবে ছিলাম সব ঠিক হয়ে যাবে,
সে আশায় বুক বেঁধে ছিলাম।
তৃষ্ণার্ত পৃথিবীর গোলক ধাঁধায় পড়েছি!
নীলচে আলোর অন্ধকারে আটকেছি।
নির্লিপ্ত! তবুও চকিত দৃষ্টি।
বিশ্বাসের ভেতর সন্দেহ জেগে ওঠে
নিন্দুকের কপট হাসিতে সবাই হাসে।
পিছে মুচকি হাসে বিদ্রুপের হাসি!
অবশেষে যা হবার তাই হলো
জীবন সংসার নিভে গেলো।
বুঝল শেষে ততক্ষণে দূরে জীর্ণবেশে।