সারা অস্তিত্ব জুড়ে রক্তপ্লুত আর্তনাদ!
বিধ্বস্ত মায়ের রক্তমাখা উষ্ণতায়
বুলেট বিদ্ধ স্তব্ধতায়।
সারা বাংলা জুড়ে ক্রুদ্ধ আর্তনাদ!
শাপিত তীক্ষ্ন মিছিলে মিছিলে
ছিন্নভিন্ন আগুনলাগা শহর গ্রামগুলো
ক্ষুধার সম্মিলিত আর্তনাদে ডুবলো।
রাত্রির সায়াহ্নে রক্তেভেজা স্লোগানে
জীবন যুদ্ধের হাহাকার দলনে
চিত্রকলার আর্তির অস্থিরতা ।
দেশমাতৃকার সারা অস্তিত্ব জুড়ে আর্তনাদ!
সীমাহীন অবজ্ঞার ভারে
তৃষ্ণার্ত আত্মা বেঁচে থাকে জ্বরে।
রাত্রির শরীরে অস্থিরতার ছায়া
অন্তরীক্ষে কায়া আর অন্তর্দাহে আর্তনাদের মায়া।
রাত্রির শরীরে খেলা করে ক্রমাগত অনন্তকাল,
সারা বঙ্গভূমি জুড়ে আলোহীন পূণ্যতার আকাল।
সুতীক্ষ্ন চঞ্চু আর ধারালো নখের আঘাতে,
লুটিয়ে পড়ে ছিন্নভিন্ন শরীরে বঙ্গভূমিতে।
তৃষ্ণার্ত স্বদেশ কাঁপে নিরবধি গোধুলি লগ্নে,
আঁধারে আলোর খেলা চিরচেনা ইঙ্গিতে।
রক্তকণিকা কেঁপে ওঠে অস্থিরতায়
মধ্যরাত্রির বিষক্ত আঁধারের থাবায়!
অন্তরাত্মা জুড়ে রক্তাক্ত আর্তনাদ!
মহানন্দের কুৎসিত নগ্নতা ক্রমাগত নক্ষত্রপুঞ্জে,
মেতে ওঠে ওরা অশান্ত পবনে নিভৃত পল্লীর অন্তরীক্ষ্মে।